প্রশ্ন
হুজুর গতকাল সাহরীর সময় জাগ্রত হতে পারি নি ৷ যখন জাগ্রত হয়েছি তখন আযান পড়ে গেছে ৷ পরে না খেয়েই রোযার নিয়ত করেছি ৷ এবং সারাদিন না খেয়ে থেকেছি ৷ জানার বিষয় হল, আমার রোযা হয়েছে কি না?
উত্তর
রোযার জন্য সাহরী খাওয়া জরুরি নয়৷ বরং সাহরী খাওয়া হল সুন্নত। সুতরাং সাহরী না খেলেও রোয়ার নিয়ত করলে রোযা হয়ে যাবে ৷ যদিও সাহরীর সুন্নত আদায় হবে না ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা হয়ে গেছে ৷
-সহীহ বুখারী ১৯২৩; উমদাতুল কারী ১০/৩০০; রদ্দুল মুহতার ২/৪১৯; ফতওয়ায়ে দারুল উলুম ৬/৪৯৬; “মাসায়েলে রোযা ৫৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-সহীহ বুখারী ১৯২৩; উমদাতুল কারী ১০/৩০০; রদ্দুল মুহতার ২/৪১৯; ফতওয়ায়ে দারুল উলুম ৬/৪৯৬; “মাসায়েলে রোযা ৫৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সেহরি না খেয়ে নফল রোজা হবে কিনা
সেহরি খাওয়া কি সুন্নত
নিয়ত না করলে কি রোজা হবে
সেহরি না খেয়ে রোজা রাখা যায় কিনা
নফল রোজার সেহরির শেষ সময়
সেহরির সময় উঠতে না পারলে
সেহরি খাওয়া কি ফরজ
সেহরি খাওয়ার বিধান কী