প্রশ্ন
মুফতী সাহেব! আমার বাবা মারা গেছে দেড় মাস হলো, বাবার মৃত্যুর পর আমার মা ঠিকমত ইদ্দত পালন করছেন না। বিভিন্ন সময় আত্বীয়-স্বজনদের বাসায় চলে যান ৷ তিনি একটা চাকরী করেন, সেখানেও চলে যান । তাকে বললে তিনি শোনেন না। আপনার নিকট ইদ্দত পালনের সময়সীমা ও না পালন করলে তার ভয়াবহতা সম্পর্কে জানতে চাই ৷
উত্তর
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দত পালনের সময় হল, থেকে চার মাস দশ দিন ৷ এই সময়ে স্ত্রীর জন্য নিজ গৃহে ইদ্দত পালন করা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদেরকে রেখে যায়, উক্ত স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে অর্থাৎ ইদ্দত পালন করবে।
-সূরা বাকারা : ২৩৪ ৷
অতএব স্ত্রীর ইদ্দত চলাকালীন বিনা ওজরে ঘর থেকে বাইরে যাওয়া জায়েয নেই । আর শরীয়তের এমন গুরুত্বপুর্ন হুকুমের লঙ্ঘন করা কবিরাহ গুনীহ । আর একটি কবিরাহ গুনাহ ই জাহান্নামে পৌছার জন্য যথেষ্ট৷
তবে জীবিকা বা অন্য কোনো বিশেষ প্রয়োজনে দিনের বেলা বাইরে যাওয়ার অনুমতি আছে। এবং কাজ শেষে বাড়ি ফিরে আসা জরুরী ৷ দিনেের বেলা কোন বিশেষ ওজরে বের হলে রাতে অবশ্যই নিজ গৃহে চলে আসতে হবে ৷
-আলমুহীতুল বুরহানী ৫/২৩৬; আদ্দুররুল মুখতার ৩/৫৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২৮ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-সূরা বাকারা : ২৩৪ ৷
অতএব স্ত্রীর ইদ্দত চলাকালীন বিনা ওজরে ঘর থেকে বাইরে যাওয়া জায়েয নেই । আর শরীয়তের এমন গুরুত্বপুর্ন হুকুমের লঙ্ঘন করা কবিরাহ গুনীহ । আর একটি কবিরাহ গুনাহ ই জাহান্নামে পৌছার জন্য যথেষ্ট৷
তবে জীবিকা বা অন্য কোনো বিশেষ প্রয়োজনে দিনের বেলা বাইরে যাওয়ার অনুমতি আছে। এবং কাজ শেষে বাড়ি ফিরে আসা জরুরী ৷ দিনেের বেলা কোন বিশেষ ওজরে বের হলে রাতে অবশ্যই নিজ গৃহে চলে আসতে হবে ৷
-আলমুহীতুল বুরহানী ৫/২৩৬; আদ্দুররুল মুখতার ৩/৫৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২৮ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
স্ত্রী মারা গেলে স্বামী কতদিন শোক পালন করবে
স্বামী মারা গেলে সম্পত্তির ওয়ারিশ হবে
স্বামীর মৃত্যুর পর স্ত্রী
ইদ্দত কেন পালন করতে হয়
স্বামী মারা গেলে স্ত্রী নাকফুল পড়তে পারবে কিনা
স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন
ইদ্দতের মাসআলা আল।কাউসার
স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কী কী আল কাউসার