প্রশ্ন
আমার স্ত্রীর ছোটে বেলায় মা মারা যান ৷ তার বাবা পুনরায় বিয়ে করেন ৷ এখন তার সৎ মা-ই আমার শাশুড়ী ৷ তো আমি জানি শাশুড়ি মাহরাম ৷ তার সাথে দেখা দেওয়া জায়েয। তবে জানার বিষয় হলো, স্ত্রীর সৎ মা তথা আমার সৎ শ্বাশুড়ীর সাথে দেখা-সাক্ষাৎ
জায়েয হবে কিনা ?
জায়েয হবে কিনা ?
উত্তর
না, সৎ শাশুড়ি অর্থাৎ স্ত্রীর সৎ মা মাহরাম নয়। তার সাথে পর্দা করা জরুরি। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সৎ শাশুড়ির সঙ্গে দেখা-সাক্ষাত করা জায়েয হবে না ৷
-আদ্দুররুল মুখতার ৩/৩৯ আলবাহরুর রায়েক ৩/৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
-আদ্দুররুল মুখতার ৩/৩৯ আলবাহরুর রায়েক ৩/৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
শাশুড়ি কি মাহরাম