মাথায় রুমাল বা স্কার্ফ পরার কারণে ইতালির একজন মুসলিম নারী এডভোকেটকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে।
সম্প্রতি বলোগনা শহরে মুসলিম-বিদ্বেষী ও বৈষম্যমূলক এই ঘটনা ঘটেছে।
আসমা আসমা বেলফিকার নামক এই আইনজীবীকে সেখানকার সরকারি জজ বলেছেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামী শালীন পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।
কিন্তু মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ আচরণ বলে প্রতিবাদ জানিয়েছেন।
তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে।