Home » অনুবাদকৃত বইসমুহ » আল বিদায়া ওয়ান্নিহায়া - খন্ড ৬ » হুযায়ফা ইবনুল ইয়ামানের রিওয়ায়াত

হুযায়ফা ইবনুল ইয়ামানের রিওয়ায়াত

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • হুযায়ফা ইবনুল ইয়ামানের রিওয়ায়াত

    আবু জা ফর ইবন জ্বারীর ইয়৷ কুব আবু আবদুর রহমান আস-সুলড়ামী সুত্রে বর্ণনা
    করেন যে, তিনি বলেছেন, (একবার) আমরা মাদায়িন অভিমুখে যাত্রা করলাম ৷ আমরা যখন
    সেখান থেকে এক ফারসাখ দুরত্বে অবস্থান করছিলড়াম, তখন জুমআয় সময় হল ৷ এ সময়
    আমি ও আমার পিতা জুমআয় উপস্থিত হলাম ৷ তখন হযরত হুযায়ফা আমাদের উদ্দেশ্যে খুৎবা
    প্রদান করলেন ৷ তিনি বললেন, আল্লাহ্৩ তা আলা ইরশাদ করেন, “কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ
    হয়েছে” ৷ সবইি শুনে নাও, চন্দ্র বিদীর্ণ হয়েছে, দুনিয়া তার বিচ্ছেদের ঘোষণা দিয়েছে, শুনে
    , ব্লেখো আজ হল প্রন্তুতিকাল আর আগামীকাল প্রতিযোগিতা কাল ৷ তখন আমি পিতাকে
    বললাম, কাল কি আপনি প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন ৷ তিনি বললেন, বৎস, তুমি তো
    দেখছি মুর্থ ৷ তা হল ণ্নক আমলের প্রতিযোগিতা ৷ এরপর পরবর্তী জুমআ উপস্থিত হল ৷ তখন
    তিনি (আমার পিতা ) তাতে উপস্থিত হলেন ৷ এ সময় হুযায়ফা খুৎবা দিয়ে বললেন, সকলে
    শুনে নাও আল্লাহ্ তা আলা বলেছেন, “কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে ৷ শুনে রেখো,
    দুনিয়া তার বিচ্ছেদেয় ঘোষণা দিয়েছে, আর আবু যুরআ আররাযী দালাইলুন্ নবুওয়্যা’ গ্রন্থে
    আত৷ ইবন সায়িব থেকে একাধিক সুত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন ৷ সেখানে তিনি
    বলেন, শুনে ব্লেখো,রাসুলুল্লাহ্ (না)-এর জীবদ্দশায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শুনে রেখো, আজ
    প্রস্তুতি এবং আগামীকালই হল প্রতিযোগিতা ৷ শুনে রেখো, জাহান্নামই হল পরিণতি আর প্রকৃত
    অগ্নবর্তী সে, যে জান্নাতের দিকে অগ্রবর্তী হয়েছে ৷

    আব্দুল্লাহ্ ইবন আব্বা৷সের রিওয়ায়াত

    বুখারী, ইয়াহ্য়৷ ইবন বুকায়র ইবন আব্বাস সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
    নবী করীম (না)-এর জীবদ্দশায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে ৷ এ ছাড়া বুখারী ও মুসলিম বক্র ইবন
    মুযা রের হাদীস সংগ্রহ থেকে হাদীসখানি রিওয়ায়াত করেছেন ৷ তার অন্য একটি সুত্রে ইবন

    র্জারীর ইবন মুছান্ন৷ ইবন আব্বাস সুত্রে বর্ণনা করেন যে, তিনি ছুছুর্চু ৷
    ,১ এই আয়াত সম্পর্কে বলেন, চন্দ্র বিদীর্ণ (দ্বিখণ্ডিত) হওয়ার ঘটনা

    বিগত হয়েছে ৷ হিজরত্বের পুর্কেহ চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এমনকি লোকেরা তার দ্বিখণ্ডিত
    অংশদ্বয়কে (পৃথক পৃথক) প্রত্যক্ষ করেছে ৷ আল-আওফী (র) ইবন আব্বাস সুত্রে এমনই
    রিওয়ায়াত করেছেন ৷ ইবন আব্বাস (রা) থেকে ভিন্ন একটি সুত্রেও হাদীসখানি বর্ণিত আছে ৷
    তাবারানী আল বায্যার ইবন আব্বাস সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুলুল্লাহ্
    (সা) এর জীবদ্দশায় চন্দ্র গ্রহণ হল ৷ তখন মুশরিকরা বলল, যে (মুহাম্মদ) চাদকে য়াদু
    করেছে ৷ তখন এ আয়াত নাযিল হলং

    এই বর্ণনাটি গরীব গ্রেণীভুক্ত ৷ হতে পারে সে সময় চন্দ্র বিদীর্ণ হওয়ার সময় তাতে
    গ্রহণও লেল্কাছিল ৷ তাহলে তা ;একথা প্রমাণ করে যে, চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনাটি ঘটে হ্নিা
    র্চাদের পুর্ণ অবয়বে (পুকািাকালে) ৷ সঠিক বিষয় আল্লাহ্ই ভাল জানেন ৷

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ হুযায়ফা ইবনুল ইয়ামানের রিওয়ায়াত Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.