প্রশ্ন
হযরত! আমার যাকাতের বছর পুর্ন হবে আরো দেড় মাস পর ৷ আমি যদি এ রমযানে রমযানে সম্পদ হিসাব করে যাকাতের বছর পূর্ণ হওয়ার আগেই যাকাত দিয়ে দেই তাহলে কি আমার যাকাত আদায় হবে ? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য অগ্রীম যাকাত আদায় করা জায়েয। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বছর পুর্ন হওয়ার আগে আপনার সম্পদ হিসাব করে এ রমযানে অগ্রিম যাকাত আদায় করলে তা আদায় হয়ে যাবে ৷
-জামে তিরমিযী, হাদীস: ৬৭৮;খুলাসাতুল ফাতাওয়া ১/২৪১;ফাতাওয়া খানিয়া ১/২৬৪;রদ্দুল মুহতার ২/২৯৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-জামে তিরমিযী, হাদীস: ৬৭৮;খুলাসাতুল ফাতাওয়া ১/২৪১;ফাতাওয়া খানিয়া ১/২৬৪;রদ্দুল মুহতার ২/২৯৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন