প্রশ্ন
অযুর পর কালিমায়ে শাহাদাত পড়া কী? এতে কি কোনো ফযীলত আছে? অনেককে আবার কালেমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকাতে দেখা যায়। এটার হুকুমও জানতে চাই।
উত্তর
অযুর পর কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- অর্থ : ‘যে ব্যক্তি উত্তমরূপে অযু করার পর ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসূলুহু’ বলবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (সহীহ মুসলিম ১/১২২) অন্য এক বর্ণনায় কালিমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকানোর কথাও আছে। তাই সম্ভব হলে এর উপর আমল করাও ভালো। -সুনানে আবু দাউদ ১/২৩; মুসনাদে আহমদ ১/২৭৪; সুনানে তিরমিযী ১/১৮; মুসান্নাফ ইবনে আবি শায়বা ১/২৩৬, ১৫/৪২৩৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়
ওযু করার পর কালিমা শাহাদাত
ওযুর শেষে কোন দোয়া পাঠ করলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়
আকাশের দিকে তাকিয়ে দোয়া
ওযুর পর দোয়া
কালিমা শাহাদাত এর ফজিলত
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
অযুর দোয়া