প্রশ্ন
অযুর সময় থুতনির নিচের অংশও কি ধোয়া জরুরি? কেউ যদি এ অংশ পুরোপুরি না ধোয় তাহলে কি তার অযু সহীহ হবে?
উত্তর
অযুতে থুতনির নিচের অংশ ধোয়া লাগবে না। ঐ অংশ না ধুলেও অযু হয়ে যাবে।
Ñখুলাসাতুল ফাতাওয়া ১/২১; আস সেআয়া ১/৪৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
নামাজে কি পায়ের পাতা ঢাকতে হবে
থুতনি কি সতরের অন্তর্ভুক্ত
পুরুষদের জন্য সালাতে এবং সালাতের বাইরে কতটুকু শরীর আবৃত করতে হবে
পা ঢাকা কি ফরজ
কনুই বের করে নামাজ
পুরুষের দায়েমী ফরজ কয়টি
নামাজে মহিলাদের সতর কতটুকু
নামাজে সতর খুলে গেলে