প্রশ্ন
হুজুর! আমি গতকাল একটি ওমরা করেছি৷ আমার জানা ছিল না যে, ওমরার তাওয়াফের জন্য অযু জরুরি। তাই আমি অযু ছাড়াই উমরার তাওয়াফ করেছি এবং মাঝে আরো কিছু নফল তাওয়াফও করেছি। এর মধ্যে কিছু অযু ছাড়াও করেছি। এখন আমার করনীয়? আমাকে কি এজন্য কোনো জরিমানা দিতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে অযু ছাড়া উমরার তাওয়াফ করার কারণে আপনার উপর একটি দম ওয়াজিব হয়েছে। এজন্য হেরেমের সীমানায় আপনাকে একটি ছাগল বা দুম্বা জবাই করতে হবে। আর যে কয়টি নফল তাওয়াফ অযু
ছাড়া করেছেন এগুলোর প্রত্যেক চক্করের জন্য একটি করে সদকাতুল ফিতর সমপরিমাণ নির্দিষ্ট খাদ্যদ্রব্য বা এর মূল্য সদকা করতে হবে। সুতরাং আপনি যদি একটি নফল তাওয়াফ অযু ছাড়া করে থাকেন তাহলে সাত চক্করের জন্য সাতটি সদকাতুল ফিতর সমপরিমাণ নির্দিষ্ট খাদ্য বা এর মূল্য সদকা করতে হবে। এ সদকা হেরেমের এলাকায় করা উত্তম। হেরেমের বাইরে করলেও আদায় হয়ে যাবে।
-আলমুহীতুল বুরহানী ৩/৪৫৩; মানাসিক, লি মোল্লা আলী কারী ৩৫২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া৷
ছাড়া করেছেন এগুলোর প্রত্যেক চক্করের জন্য একটি করে সদকাতুল ফিতর সমপরিমাণ নির্দিষ্ট খাদ্যদ্রব্য বা এর মূল্য সদকা করতে হবে। সুতরাং আপনি যদি একটি নফল তাওয়াফ অযু ছাড়া করে থাকেন তাহলে সাত চক্করের জন্য সাতটি সদকাতুল ফিতর সমপরিমাণ নির্দিষ্ট খাদ্য বা এর মূল্য সদকা করতে হবে। এ সদকা হেরেমের এলাকায় করা উত্তম। হেরেমের বাইরে করলেও আদায় হয়ে যাবে।
-আলমুহীতুল বুরহানী ৩/৪৫৩; মানাসিক, লি মোল্লা আলী কারী ৩৫২৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ওমরাহ করার নিয়ম