প্রশ্ন
অসুস্থতার কারণে আমি গোসল করতে পারি না। কিন্তু অযু করতে পারি। প্রশ্ন হল, আমি কি ফরয গোসলের পরিবর্তে অযু করতে পারব? নাকি তায়াম্মুম করব।
উত্তর
ফরয গোসল করতে সক্ষম না হলে গোসলের পরিবর্তে তায়াম্মুম করবেন। এক্ষেত্রে অযু করার প্রয়োজন নেই। কেননা এক্ষেত্রে এই তায়াম্মুমই গোসল এবং অযুর জন্য যথেষ্ট। আর এই তায়াম্মুম দ্বারা তিলাওয়াত, নামায ইত্যাদি পড়তে পারবেন। অবশ্য এরপর অযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে তখন অযু করতে হবে। আর পরবর্তীতে যখন গোসল করার সামর্থ্য হবে তখন গোসল করে নিতে হবে।
-কিতাবুল আস্ল ১/১০৭; মাবসূত, সারাখসী ১/১১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৮; ফাতাওয়া খানিয়া ফাতাওয়া হিন্দিয়া ১/২৯; আলবাহরুর রায়েক ১/১৫২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফরজ গোসল না করার শাস্তি
ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম এর নিয়ম
কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয়
চুল না ভিজিয়ে ফরজ গোসল
ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা
ফরজ গোসলের বিকল্প
গোসল ফরজ অবস্থায় মারা গেলে
সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়