প্রশ্ন
আমরা বিভিন্ন ওয়াজে শুনি যে, যখন হযরত নূহ আ.-কিশতীতে আরোহণ করলেন তখন তাঁর এক সন্তান, যে কাফের ছিল সে বন্যাতে ডুবে গিয়েছিল। জানতে চাই, নূহ আ.-এর ঐ সন্তানের নাম কী? কেউ বলেন, ‘ইয়াম’ কেউ বলেন, কিনআন। সঠিক কোনটি?
উত্তর
ঐ সন্তানের নাম কিনআন এবং ইয়াম উভয়টিই। তারীখ ও তাফসীরের গ্রন’সমূহে দুটি নামই এসেছে। কেউ কিনআন বলেছেন আবার কেউ বলেছেন ইয়াম। তবে তারীখের সুপ্রসিদ্ধ গ্রন’ ‘আলকামিল ফিততারীখ’ এ বলা হয়েছে, ঐ সন্তানের নাম কিনআন, যাকে ইয়ামও বলা হয়।
আলবিদায়া ওয়ান নিহায়া ১/১৭৬; আলকামিল ফিততারীখ ১/৭৩; আলকাশশাফ যমখশারী ২/৩৯৬; তাফসীরে তাবারী ৭/৪৫; তাফসীরে মাযহারী ৫/৮৮; মাআরিফুল কুরআন ৪/৬২৪; তাফসীরে কুরতুবী ৯/৩৮; তাফসীরে ইবনে কাসীর ২/৪৮৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
নূহ আঃ এর কবর কোথায়
নূহ আঃ এর আসল নাম
হযরত নূহ আঃ এর পরবর্তী বংশধর কারা
নুহ আঃ এর সন্তান কত জন
নূহ আঃ এর নৌকায় পায়খানা
নূহ আঃ এর পিতার নাম কি
নূহ আঃ এর প্লাবন
নূহ আঃ কত বছর জীবিত ছিলেন