প্রশ্ন
আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে, কারো বাড়িতে পেঁচা বসলে সেখানে কোনো বিপদ হবে। পেঁচাকে অমঙ্গলজনক মনে করা হয়। জানতে চাই ঐ বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
উত্তর
আপনাদের এলাকার ঐ ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। পেঁচা অন্যান্য পাখির মতোই একটি পাখি। এর সাথে কোনো অনিষ্ট জড়িত নেই এবং এটি কোনো অমঙ্গলের নিদর্শনও নয়। একে অমঙ্গলজনক মনে করা সম্পূর্ণ ভুল। ইসলামপূর্ব জাহেলী যুগেও একে অমঙ্গলজনক মনে করা হত। হাদীস শরীফে এই ধারণাকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয়েছে এবং এই ধারণাকে শিরকী বলে অভিহিত করা হয়েছে। তাই তা পরিহার করা কর্তব্য।
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
পেঁচা কত বছর বাঁচে
কালি পেঁচা পাখির সন্ধান বাংলাদেশে প্রথম কোথায় পাওয়া যায়
পেঁচা কার বাহন
লক্ষী পেঁচা ঘরে ঢুকলে কি হয়
পাখির অজানা তথ্য
পেঁচা কোন দেশের জাতীয় পাখি
লক্ষ্মী পেঁচার কন্ঠে কি ধ্বনিত হয়
পেচার ডাক