প্রশ্ন
আমাদের মহল্লায় একটি নতুন মসজিদ নির্মিত হয়েছে। আমি তাতে কিছু পাখা ওয়াকফ করতে চাচ্ছি। কেউ কেউ বলছে, পাখা যেহেতু স্থানান্তরযোগ্য জিনিস তাই তা ওয়াকফ হবে না; বরং সাধারণ দান বলেই বিবেচ্য হবে। দয়া করে শরীয়তের আলোকে বিষয়টির সমাধান জানাবেন।
উত্তর
আপনি যািদ মসজিদে পাখা দান করেন তাহলে সেগুলো ওয়াকফের মতোই স্থায়ীভাবে মসজিদের মালিকানায় চলে যাবে। এবং আপনিও স্থায়ীভাবে এগুলোর সওয়াব পেতে থাকবেন। সুতরাং এগুলো ওয়াকফ না সাধারণ দান এই প্রশ্ন করা অর্থহীন।
Ñআলমাবসূত সারাখসী ১২/৪৫; আলমুহীতুল বুরহানী ৮/৫০২; তাবয়ীনুল হাকায়েক ৪/২৬৪; হেদায়া, ফাতহুল কাদীর ৫/৪৩১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এতেকাফ মাসিক আল কাউসার
নতুন মসজিদ নির্মাণের মাসায়েল
মেসওয়াক আল কাউসার
ইতেকাফ ভঙ্গের কয়েকটি কারণ
টাইলসের উপর তায়াম্মুম
নামাজের মাসায়েল আল কাউসার
মাসিক আল কাউসার তাবিজ
ইদ্দতের মাসআলা আল কাউসার