আমার এক বন্ধু খালি মাথায় হাম্মামে যাচ্ছিলেন। আমি তা লক্ষ করে তার টুপিটি তার হাতে তুলে দিলাম। তিনি টুপি হাতে নিয়ে হেসে বললেন, টুপি মাথায় হাম্মামে যাওয়ার বিধান কী? এ ব্যাপারে কোনো হাদীস বা আছার আছে কি? আমি তখন সন্তোষজনক কোনো জবাব দিতে পারিনি। মাসআলাটির দলীলসহ সমাধান জানিয়ে বাধিত করবেন।
টুপি বা কোনো কাপড় ইত্যাদি দ্বারা মাথা ঢেকে হাম্মামে যাওয়া উত্তম। একটি মুরসাল বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামে (ইস্তিঞ্জাখানায়) প্রবেশের সময় জুতা পরিধান করতেন এবং মাথা ঢেকে নিতেন।’ (আস সুনানুল কুবরা, বায়হাকী ১/৯৬)
খলিফাতুল মুসলিমীন হযরত আবু বকর সিদ্দীক রা.-এর আমলও এমনই ছিল।
-মুসান্নাফ ইবনে আবী শায়বা ২/৪৪; শরহুল মুহাযযাব ২/১০৯; আলমুগনী, ইবনে কুদামা ১/২২৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ৩১; আলবাহরুর রায়েক ১/২৪৩; রদ্দুল মুহতার ১/৩৪৫; ইলাউস সুনান ১/৪৪৯