প্রশ্ন
আমার খালাম্মার গয়নাগাটিসহ প্রায় পাঁচ লক্ষ টাকার যাকাতযোগ্য সম্পদ আছে এবং সেই সাথে আরো এক লক্ষ টাকা মোহর বাবদ খালুর কাছে পাওনা আছে। আমার প্রশ্ন হল, খালাম্মা যখন যাকাত আদায় করবেন তখন কি মোহরের ঐ এক লক্ষ টাকারও যাকাত আদায় করতে হবে?
উত্তর
না, আপনার খালাম্মা মহরের যে এক লক্ষ টাকা এখনো পাননি সে টাকার যাকাত তাকে এখন আদায় করতে হবে না। মহরের টাকা হসত্মগত হওয়ার পূর্বে ঐ টাকার উপর যাকাত আসে না।
-আলমাবসূত, সারাখসী ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/৩০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়
যাকাত কত টাকা হলে দিতে হবে
যাকাতের নিসাব কত টাকা ২০২৩
যাকাতের টাকা মাদ্রাসায় দেয়া যাবে কি
যাকাতের নিসাব কত টাকা ২০২২
কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ
যাকাতের নিসাব কত টাকা ২০২১
নগদ টাকার যাকাতের হিসাব