প্রশ্ন
আমার প্রস্র্রাব আটকে যাওয়ার সমস্যা আছে। এজন্য আগে মাঝেমধ্যে ক্যাথেটারও ব্যবহার করতে হয়েছে। সামনে রমযান আসছে। তাই আমি জানতে চাচ্ছি যে, রোযা অবস্থায় ক্যাথেটার ব্যবহার করলে কি রোযা ভেঙ্গে যায়?
উত্তর
ক্যাথেটার ব্যবহার করলে রোযার ক্ষতি হয় না। তাই আপনি রোযা অবস্থায় প্রয়োজন হলে তা ব্যবহার করতে পারবেন।
-রদ্দুল মুহতার ২/৩৯৯; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, সংখ্যা : ১০, ২/৪৫৪; ফিকহুন নাওয়াযিল ২/২৯৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফোটা ফোটা প্রস্রাব বন্ধের উপায়
প্রস্রাবের রাস্তায় ঘা হলে করণীয়
প্রসাব ক্লিয়ার করার ঘরোয়া উপায়
প্রসাব ক্লিয়ার না হওয়ার কারন
প্রস্রাবের সমস্যা ও সমাধান
কত ঘন্টা পর পর প্রস্রাব হওয়া স্বাভাবিক
প্রসাব ক্লিয়ার করার সিরাপ
প্রস্রাব ক্লিয়ার না হলে করণীয়