প্রশ্ন
আমার ভাতিজার বাম হাতে স্বাভাবিক পাঁচটি আঙ্গুলের অতিরিক্ত একটি আঙ্গুল আছে। আমরা অপারেশনের মাধ্যমে অতিরিক্ত আঙ্গুলটি কেটে ফেলতে চাচ্ছি। এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
শারীরিক ক্ষতির আশঙ্কা না থাকলে অতিরিক্ত আঙ্গুলটি কেটে ফেলতে পারবেন।
-ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২৮৮; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১৯৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬০; আলমওসূআতুত তিবিবয়্যাহ আলফিকহিয়্যাহ ২৩৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
আরবিতে হাতের আঙ্গুলের নাম
পায়ের আঙ্গুলের ইংরেজি নাম
পায়ের আঙ্গুলের নাম
পায়ের আঙ্গুলের নাম বাংলা
ইংরেজিতে পাঁচটি আঙ্গুলের নাম
হাতের পাঁচ আঙুলের নাম আরবিতে