প্রশ্ন
আমি আসরের নামায পড়ছিলাম। ভুলে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে সূরা মিলিয়েছি এবং সাহু সিজদা করেছি এই মনে করে যে, আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। পরে জানতে পারি যে, আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়নি। এখন আমার নামাযের হুকুম কী?
উত্তর
বিনা কারণে সাহু সিজদা দেওয়াটা মাকরূহ হয়েছে। তবে নামায আদায় হয়ে গেছে। ঐ নামায পুনরায় পড়তে হবে না।
খুলাসাতুল ফাতাওয়া ১/১৬১; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৩; রদ্দুল মুহতার ১/৫৯৯; হাশিয়া তাহতাবী আলাল মারাকী পৃ. ২৫৩
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতিহা পড়ার হুকুম কি
৪ ফরজ নামাজের শেষের ২ রাকাতে সুরা মিলালে তার হুকুম কি
ফরজ নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে কেরাত পড়লে কি করনীয়
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা মিলানো
হানাফী মাযহাব মতে ফরজ সালাতের প্রথম দু রাকায়াতে সূরা ফাতিহা পাঠ করা কি
ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেললে হুকুম
ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ার নিয়ম
সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না