প্রশ্ন
আমি একদিন মাগরীবের নামাযের ইমামতি করতে গিয়ে দ্বিতীয় রাকাতে ভুলে সুরা ফাতেহার এক আয়াত ছেড়ে দেই৷ তা পুনরায় আর পড়ি নি৷ অতপর শেষে সাহু সেজদা আদায় করি৷ জানার বিষয় হলো, আমার নামায হয়েছে কিনা? এবং তিন আয়াতের কম ভুলে ছেড়ে দিলে সাহু সেজদা ওয়াজিব হয় কিনা?
উত্তর
ফরজ নামাযে প্রথম দুই রাতাত ও অন্যান্য নামাযের সকল রাকাতে পুর্ন সূরা ফাতেহা পড়া ওয়াজিব৷ অতএব সুরা একটি শব্দ ছেড়ে দিলেও সাহু সেজদা দেয়া ওয়াজিব৷
আর প্রশ্নে বর্নিত সুরতে আপনি যেহেতু সাহু সেজদা করেছেন, তাই আপনার নামায় হয়েছে৷
– ফতাওয়ায়ে শামী 1/446; আহসানুল ফতাওয়া 4/ 170৷
আর প্রশ্নে বর্নিত সুরতে আপনি যেহেতু সাহু সেজদা করেছেন, তাই আপনার নামায় হয়েছে৷
– ফতাওয়ায়ে শামী 1/446; আহসানুল ফতাওয়া 4/ 170৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
আল কাউসার প্রকাশনী
এতেকাফ মাসিক আল কাউসার
আল কাউসার বিভাগ
আল কাউসার ২০২০
ইফতারের ফজিলত মাসিক আল কাউসার
শিক্ষা পরামর্শ আল কাউসার
আল কাউসার যোগাযোগ
নামাজের মাসায়েল আল কাউসার