প্রশ্ন
আমি একদিন যোহরের আগের চার রাকাত সুন্নত নামাযের প্রথম বৈঠকে বসে ভুলে সূরা ফাতিহা পড়তে শুরু করি। কয়েক আয়াত পড়ার পর মনে হতেই তাশাহহুদ পড়ে নেই এবং যথানিয়মে বাকি নামায শেষে সাহু সিজদা করি। জানার বিষয় হল, উক্ত ভুলের কারণে কি আমার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল? এবং সাহু সিজদা করার দ্বারা কি আমার নামায হয়ে গেছে?
উত্তর
জী হাঁ, উক্ত ভুলের কারণে তাশাহহুদ পড়তে বিলম্ব হওয়ায় সাহু সিজদা করা ওয়াজিব হয়েছে।
তাইআপনার সাহু সিজদা করা ঠিক হয়েছে এবং নামায শুদ্ধ হয়েছে।
-আলমুহীতুল বুরহানী ২/৩১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আলবাহরুর রায়েক ২/৯৭; হালবাতুল মুজাল্লী ২/৪৪৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম
চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম
যোহরের নামাজ পড়ার নিয়ম
যোহরের নামাজ কয় রাকাত
আসরের নামাজ কয় রাকাত
যোহরের নামাজের নিয়ত