প্রশ্ন
আমি এক বন্ধু থেকে পনের দিনের জন্য একটি বই নিজে পড়ার জন্য নিয়েছিলাম। বইটি আমার জন্য খুবই দরকারি ছিল। ঐ বই আমি এক সপ্তাহের মধ্যে পড়ে শেষ করে ফেলি। আমার অপর এক বন্ধু ঐ বইটি আমার কাছে পড়ার জন্য চায়। এখনো যেহেতু তা ফেরত দিতে সপ্তাহ বাকি আছে তাই আমি তাকে ৪/৫ দিনের জন্য পড়তে দেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার রুমে আগুন লেগে বইটি পুড়ে যায়।
প্রশ্ন হল, এখন আমাকে কি ঐ বইয়ের জরিমানা দিতে হবে?
উত্তর
হ্যাঁ, আপনাকে ঐ বইয়ের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা আপনার বন্ধুর স্পষ্ট অনুমতি ছাড়া অন্যকে পড়তে দেওয়া ঠিক হয়নি। এটি আমানতপরিপন্থী হয়েছে। আর এরপর যেহেতু তা নষ্ট হয়েছে তাই আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/২৯০; শরহুল মাজাল্লা ৩/৩২১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
বই পড়ার আনন্দ জানিয়ে বন্ধুর নিকট পত্র
সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর কাছে পত্র
সম্প্রতি পড়া একটি বই নিয়ে সংলাপ
বই পড়ার প্রয়োজনীয়তা চিঠি
কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে পত্র
তোমার প্রিয় বই সম্পর্কে জানিয়ে বন্ধুর নিকট পত্র
বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে বন্ধুকে পত্র
আপনার শখ সম্পর্কে আপনার বন্ধুকে একটি চিঠি লিখুন