প্রশ্ন
আমি কিছুদিন পূর্বে গুরুতর আহত হই। এতে হাতসহ বিভিন্ন জায়গা জখম হয়। হাতের জখম সবসময় ব্যান্ডেজ করা থাকে। তাই অযুর সময় ব্যান্ডেজের উপর মাসেহ করি। নতুন ব্যান্ডেজ লাগিয়ে এক ঘণ্টা পর পর হাতের ব্যান্ডেজ পরিবর্তন করতে হয়। আমার জানার বিষয় হল, ব্যান্ডেজ পরিবর্তন করার কারণে কি অযু ভেঙ্গে যায়? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
ব্যান্ডেজের উপর মাসেহ করার পর ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগালে অযু বা মাসেহ কিছুই নষ্ট হয় না। তবে এত্রে নতুন ব্যান্ডেজের উপর মাসেহ করে নেওয়া উত্তম। হ্যাঁ, ক্ষত ভালো হয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খোলা হলে পূর্বের মাসেহ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে পূর্বের অযু বহাল রাখতে হলে মাসেহের স্থান ধুয়ে নিতে হবে।
-ফাতাওয়া খানিয়া ১/৫১; আলবাহরুর রায়েক ১/১৮৮; বাদায়েউস সানায়ে ১/৯১; রদ্দুল মুহতার ১/২৮০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের কতজনকে হত্যা করা হয়
১৯৭৫ সালের ১৫ আগস্ট কতজনকে হত্যা করা হয়
১৫ ই আগস্ট কতজন মারা যায় প্রথম আলো
১৫ আগস্ট ১৯৭৫ কি বার ছিল
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনা কোথায় ছিলেন
বঙ্গবন্ধুর মৃত্যু তারিখ কত
বঙ্গবন্ধুর মৃত্যুর পর শরীরে কতটি গুলি পাওয়া যায়?
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বয়স কত ছিল