প্রশ্ন
আমি ধুমপানে অভ্যস্ত। গত রমযান মাসে রোযা রাখা অবস্থায়ও যখন ধুমপান না করার কারণে অস্থিরতা অনুভব হয়েছে তখন একটু ধুমপান করেছি। এতে কি আমার রোযা ভেঙ্গে গেছে ?
উত্তর
হ্যাঁ, সামান্য পরিমাণ ধুমপান করলেও রোযা ভেঙ্গে যায়। আর স্বেচ্ছায় ধুমপান করার কারণে কাযা-কাফফারা উভয়টি আদায় করা আবশ্যক হয়।
অতএব আপনি রোযা অবস্থায় যে কয়দিন ধুমপান করেছেন প্রত্যেক রোযার ভিন্ন ভিন্ন কাযা আদায় করবেন এবং সবগুলোর জন্য একটি কাফফারাও আদায় করবেন। কাফফারার পদ্ধতি জানা না থাকলে পুনরায় প্রশ্ন করে জেনে নিন।
-আদ্দুররুল মুখতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ ৬৮১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
কাফফারার জন্য চল্লিশটি রোজা রাখার পর অসুস্থতার কারণে রোজা ভাঙলে-
দাঁত থেকে কতটুকু পরিমাণ রক্ত বের হয়ে থুথুর সাথে পেটে চলে গেলে রোযা ভেঙ্গে যাবে?
কি কি কারণে রোজা ভেঙে যায়
রোজা নাকি রোযা
রোজা আমার জীবনের অংশ এবং আমার ধর্মে রোজা রাখা বাধ্যতামূলক এটা কার উক্তি
রোজা না রাখার শাস্তি
রমজানে শরীর সুস্থ রাখার উপায়
ছোটদের রোজা