প্রশ্ন
আমি মাগরিব নামাযের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর ভুলক্রমে সূরা নাস পড়ে ফেলি। পরে দ্বিতীয় রাকাতেও সে সূরাই পাঠ করি। কিন্তু সাহু সিজদা আদায় করিনি।
প্রশ্ন হল, আমার উক্ত নামায সহীহ হয়েছে কি? ফরয নামাযের প্রথম রাকাতে কখনো সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে আমার করণীয় কী?
উত্তর
প্রশ্নোক্ত নামায যথানিয়মেই আদায় হয়েছে। কেননা প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতেও সূরা নাস পাঠ করা উচিত। তবে ইচ্ছাকৃত ফরযের উভয় রাকাতে একই সূরা পাঠ করা অনুত্তম। অবশ্য এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না।
-আততাজনীস ১/৪৬৭; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সূরা ফাতিহার পর কোন সূরা
সূরা ফাতিহার পর সূরা মিলানোর নিয়ম
সূরা ফাতিহা পড়া না পড়ার দলিল
হানাফী মাযহাব মতে ফরজ সালাতের প্রথম দু রাকায়াতে সূরা ফাতিহা পাঠ করা কি
সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ
চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
নামাজে সূরা ফাতিহা পড়ার বিধান
ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল