প্রশ্ন
আমি শুনেছি, রোযা অবস্থায় আগর বাতির ধোঁয়া নাকে গেলে রোযা ভেঙ্গে যায়। এ কথা কি সঠিক?
উত্তর
না, ঐ কথা ঠিক নয়। রোযা অবস্থায় নাকে বা মুখে ধোঁয়া চলে গেলে রোযার কোনো ক্ষতি হয় না। তবে ইচ্ছাকৃত আগর বাতি কিংবা অন্য কিছুর ধোঁয়া কেউ নাক বা মুখ দিয়ে টেনে নিলে রোযা ভেঙ্গে যাবে। অবশ্য আগর বাতি, কয়েল ইত্যাদির শুধু ঘ্রাণ নিলে কোনো অবস্থাতেই রোযা ভাঙবে না।
-আদ্দুররুল মুখতার ২/৩৯৫; মারাকিল ফালাহ ৩৬১; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০; মাজমাউল আনহুর ১/৩৬১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
রোজা অবস্থায় মশার কয়েল
রোজা অবস্থায় নীচের কোন ক্ষেত্রে রোজা ভাঙবে না
কয়েলের ধোঁয়া রোজা
আগরবাতি জ্বালানো কি জায়েজ
রোজা রেখে গুল ব্যবহার করা যাবে
রোজা রেখে কি কি করা যাবে না