হযরত উকবা ইবনে আমের (রাযিঃ) বর্ণনা করেন যে, আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ! মুক্তি পাওয়ার রাস্তা কি? তিনি এরশাদ করিলেন, নিজের জিহব্বাকে আয়ত্বে রাখ। নিজের ঘরে থাক (অনর্থক বাহিরে ঘোরাফিরা করিও না) আর নিজের গুনাহের উপর ক্রন্দন করিতে থাক। (তিরমিযী-২৪০৬)
পুরুষরাতো মাদ্রাসা-মসজিদ তা’লীম-তাবলীগ ও ওলামায়ে কিরামের বয়ান থেকে এবং তাদের স্মরণাপন্ন হয়ে অনেক কিছু অর্জন করতে পারেন কিন্তু আমার মা-বোন,বিবি-কন্যা এরা কোথা থেকে কুরআন ও হাদীসের ইলম অর্জন করবে?
মনে রাখবেন> একজন পুরুষের জিম্মায় চার প্রকার মহিলা থাকে, এদেরকে দ্বীনি পরিবেশে রাখা ও দ্বীন শেখানো আপনার জিম্মায়!
(১) নিজের মা
(২) নিজের বোন
(৩) নিজের বিবি (স্ত্রী)
(৪) নিজের কন্যা সন্তান
এরা যদি সহীহ দ্বীন না পেয়ে দুনিয়া থেকে চলে যায়, এ কারণে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ তায়ালা আমাদের সকলকেই দ্বীনের ছহিহ বুঝ দান করুন। আমীন!