প্রশ্ন
আমাদের দেশে যে কবরকে উটের পিঠের মত করে উঁচু করা হয়, তার কি কোন ভিত্তি আছে ? অথচ কবর সমান করে রাখার কথা সহীহ হাদীসে আছে ৷ দলিলের ভিত্তিতে কোনটি করাই সুন্নাত? জানাবেন প্লীজ ৷
উত্তর
সুফিয়ান তাম্মার রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূল সাঃ এর কবরকে উটের কুঁচের মত উঁচু
দেখেছেন।
সহীহ বুখারী, হাদীস নং-১৩৯০, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৪৮৪৷
এই হাদীসের ভিত্তিতে আমাদের হানাফী মাযহাব অনুযায়ী কবরকে উটের কুঁচের মত কিছুটা উঁচু রাখা সুন্নত৷ তাছাড়া একটু উচু থাকলে কবর হিসেবে জায়গাটি চিহ্নিতও থাকে ৷ পানিও জমে থাকে না যদ্বরুন তাড়াতাড়ি কবর নষ্ট হয় না৷
তবে সমান রাখাও জায়েজ। কেউ চাইলে সমান রাখতে পারবে৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষনবাড়িয়া৷
01756473393
দেখেছেন।
সহীহ বুখারী, হাদীস নং-১৩৯০, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৪৮৪৷
এই হাদীসের ভিত্তিতে আমাদের হানাফী মাযহাব অনুযায়ী কবরকে উটের কুঁচের মত কিছুটা উঁচু রাখা সুন্নত৷ তাছাড়া একটু উচু থাকলে কবর হিসেবে জায়গাটি চিহ্নিতও থাকে ৷ পানিও জমে থাকে না যদ্বরুন তাড়াতাড়ি কবর নষ্ট হয় না৷
তবে সমান রাখাও জায়েজ। কেউ চাইলে সমান রাখতে পারবে৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষনবাড়িয়া৷
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
কবর পাকা করার দলিল
কবর পাকা করা কি জায়েজ
কবর পাকা করা কি জায়েজ আল কাউসার
কবরস্থান কি পবিত্র
কবর বাধানো
কবরের ডিজাইন