প্রশ্ন
শ্রদ্ধেয় মুফতী সাহেব! আমার জানার বিষয় হল, একজন ব্যক্তি ফিতরা দেয়া উপযুক্ত হওয়ার পর তার জন্য আর কার কার ফিতরা আদায় করা আবশ্যক? স্ত্রী, প্রাপ্ত বয়স্ক ছেলে মা বাবার ফিতরা কি তার জন্য আদায় করা ওয়াজিব? আর যদি সে তাদের ফিতরা আদায় করে দেয় তাহলে কি তাদের অনুমতি লাগবে? অনুমতি ছাড়া আদায় হবে কি না? স্ববিস্তারে জানতে চাই ৷
উত্তর
ব্যক্তির উপর ফেতরা ওয়াজিব হওয়ার পর তাদের ফেতরাও তার জন্য আদায় করা ওয়াজিব যাদের উপর তার পুর্ন কর্তৃত্ব রয়েছে ৷ যেমন নাবালেগ ছেলে মেয়ে ৷ পাগল বালেগ ছেলে মেয়ে ৷
অবশ্য নাবালেগ ছেলে মেয়ে বা বালেগ পাগল ছেলে মেয়েরা যদি মালদার হয় তাহলে তাদের মাল থেকে আদায় করলেও চলবে ৷
অতএব বাবা তার নিজের ও তার নাবালেগ সন্তান , বালেগ পাগল সন্তানদের ফিতরা আদায় করা আবশ্যক ৷ স্ত্রী কিংবা প্রাপ্তবয়স্ক সন্তানদের ফিতরা তার মাল থেকে আদায় করা আবশ্যক নয় ৷ তবে যদি সে তার নিজ মাল থেকে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে ৷ যদিও তাদের অনুমতি না নেওয়া হয় ৷
বলা বাহুল্য যে, যদি স্ত্রী কিংবা প্রাপ্তবয়স্ক সন্তানদের ফিতরার নেসাব পরিমান ব্যক্তিগত মাল থাকে তাহলে তাদের ফিতরা আদায় করতে হবে ৷ অন্যথায় ফিতরা দিতে হবে না ৷
তেমনি বাবা না থাকলে দাদার জন্য তার নাবালেগ নাতি নাত্নী এবং বালেগ পাগল নাতি নাত্নী গরীব হলে তাদের ফিতরা আদায় করা আবশ্যক ৷
সন্তানদের জন্য মা বাবা দাদা দাদীর ফিতরা দেওয়া আবশ্যক নয় ৷ তারা মালদার হলে, নিজ মাল থেকে আদায় করবে ৷ মাল না থাকলে আদায় করতে হবে না ৷ তবে যদি সন্তান মা বাবা দাদা দাদীর ফিতরা দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে ৷ এ ক্ষেত্রে এক সংসার হলে, অনুমতির প্রয়োজন নেই ৷ ভিন্ন সংসার হলে অনুমতি নিয়ে আদায় করতে হবে ৷
-বাদায়েউস সানায়ে ২/২০২; রদ্দুল মুহতার,৩/১১৫; ইলমুল ফিকহ,৩/৫২; ফতওয়ায়ে দারুল উলুম, ৬/৩২৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
অবশ্য নাবালেগ ছেলে মেয়ে বা বালেগ পাগল ছেলে মেয়েরা যদি মালদার হয় তাহলে তাদের মাল থেকে আদায় করলেও চলবে ৷
অতএব বাবা তার নিজের ও তার নাবালেগ সন্তান , বালেগ পাগল সন্তানদের ফিতরা আদায় করা আবশ্যক ৷ স্ত্রী কিংবা প্রাপ্তবয়স্ক সন্তানদের ফিতরা তার মাল থেকে আদায় করা আবশ্যক নয় ৷ তবে যদি সে তার নিজ মাল থেকে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে ৷ যদিও তাদের অনুমতি না নেওয়া হয় ৷
বলা বাহুল্য যে, যদি স্ত্রী কিংবা প্রাপ্তবয়স্ক সন্তানদের ফিতরার নেসাব পরিমান ব্যক্তিগত মাল থাকে তাহলে তাদের ফিতরা আদায় করতে হবে ৷ অন্যথায় ফিতরা দিতে হবে না ৷
তেমনি বাবা না থাকলে দাদার জন্য তার নাবালেগ নাতি নাত্নী এবং বালেগ পাগল নাতি নাত্নী গরীব হলে তাদের ফিতরা আদায় করা আবশ্যক ৷
সন্তানদের জন্য মা বাবা দাদা দাদীর ফিতরা দেওয়া আবশ্যক নয় ৷ তারা মালদার হলে, নিজ মাল থেকে আদায় করবে ৷ মাল না থাকলে আদায় করতে হবে না ৷ তবে যদি সন্তান মা বাবা দাদা দাদীর ফিতরা দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে ৷ এ ক্ষেত্রে এক সংসার হলে, অনুমতির প্রয়োজন নেই ৷ ভিন্ন সংসার হলে অনুমতি নিয়ে আদায় করতে হবে ৷
-বাদায়েউস সানায়ে ২/২০২; রদ্দুল মুহতার,৩/১১৫; ইলমুল ফিকহ,৩/৫২; ফতওয়ায়ে দারুল উলুম, ৬/৩২৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ফিতরা কত টাকা ২০২৩
কার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব
ফিতরা কি টাকা দিয়ে আদায় হবে
ফিতরা কার উপর ওয়াজিব মাসিক আল কাউসার
সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়
সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব
ফিতরা কাকে দেওয়া যাবে
ফিতরা কাদের দেওয়া যাবে না