প্রশ্ন
একব্যক্তি জানাযার নামাযের জন্য অযু করে জানাযার নামায আদায় করে। কিছুক্ষণ পর আসরের সময় হলে সে ঐ অযু দ্বারাই আসরের নামায আদায় করে। বিষয়টি একজনকে জানানো হলে সে বলল, জানাযার জন্য কৃত অযু দ্বারা অন্য নামায আদায় করা যায় না। তাই তার নামায হয়নি। আসল মাসআলা জানতে চাই।
উত্তর
লোকটির কথা ঠিক নয়। জানাযার উদ্দেশ্যে কৃত অযু দ্বারাও ফরয, নফল সব ধরনের নামাযই আদায় করা জায়েয। তাই ঐ অযু দ্বারা আদায়কৃত আসরের নামাযটি সহীহ হয়েছে। শরয়ী তরীকায় অযু করলে তা দ্বারা যে কোনো নামাযই আদায় করা যায় এবং ঐ সকল আমল করা যায় যার জন্য অযু জরুরি।
-ইমদাতুল ফাতাওয়া ১/৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
জানাজার নামাজের নিয়ম হানাফি
মহিলাদের জানাজার নামাজের নিয়ম
মহিলাদের জানাজার নামাজের দোয়া
জানাজার নামাজের ইমামতির নিয়ম
জানাজার নামাজের চতুর্থ দোয়া
জানাজার নামাজের নিয়ম ও দোয়া
জানাজার নামাজের নিয়ত বাংলায়
জানাজার নামাজ পড়ানোর নিয়ম