প্রশ্ন
এক ব্যক্তির একটি গরু আছে। সে মান্নত
করেছে যে, আমি আল্লাহর ওয়াস্তে এ
বছর গরুটি কুরবানী করব। লোকটি গরীব।
বর্তমানে সে চাচ্ছে উক্ত গরুর পরিবর্তে
আরেকটি গরু কিনে কুরবানী করবে। তার
জন্য কি ওই গরুটির পরিবর্তে অন্য গরু
কুরবানী করা জায়েয হবে?
উত্তর
তাকে ওই গরুটিই কুরবানী করতে হবে। এটা রেখে অন্য গরু কুরবানী করা জাযেয় হবে না। বাদায়েউস সানায়ে ৪/২০২; মাজমাউল আনহুর ৪/১৭০; রদ্দুল মুহতার ৬/৩২১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
01756473393
প্রসঙ্গঃ কোরবানির পশুর নাড়ি-ভুঁড়ি বিনিময়ে পরিস্কার করা৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
মান্নতের মাসআলা আল কাউসার
মান্নতের গোশত খাওয়ার বিধান
মান্নত কাকে বলে
মান্নত কত প্রকার
মসজিদে মানত করা যাবে কি
মান্নতের পশু মারা গেলে
মানত পূরণ না করলে কি হয়
মান্নতের টাকা মসজিদে দেওয়া