প্রশ্ন
এক ব্যক্তির নিজের কোনো অর্থ-সম্পদ নেই। কিন্তু পিতার ইন্তিকালের কারণে মিরাসের একটি বড় অংশ সে পাবে। যদিও এখনও তা বণ্টন করা হয়নি। ঐ বক্তিকে কি যাকাত দেওয়া যাবে?
উত্তর
মিরাস বণ্টন না হলেও উত্তরাধিকার সম্পদের মালিক ওয়ারিশগণ। তাই লোকটি পৈত্রিক সম্পত্তি থেকে যা পাবে তা যদি নেসাব পরিমাণ হয় এবং প্রয়োজনের অতিরিক্ত হয় তবে এ কারণে সে যাকাত গ্রহণ করতে পারবে না।
তাকে যাকাত দিলে আদায়ও হবে না। অবশ্য উত্তরাধিকার সম্পত্তি যদি নেসাব পরিমাণ বা প্রয়োজন অতিরিক্ত না হয় অথবা তার নিকট প্রয়োজন অতিরিক্ত এমন কোনো সম্পদও না থাকে যার সাথে মিলে নেসাব পরিমাণ হয়ে যায় তবে সে যাকাত গ্রহণ করতে পারবে।
-মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, মাদ্দা : ১০৬০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৪২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে
উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে উক্তিটি বিশ্লেষণ কর
উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর
আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে
অর্থবাচকতা অর্থ কি
বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা
উপসর্গের কি নেই
দ্যোতনা অর্থ কি