প্রশ্ন
এক ব্যক্তির ফরয গোসল শেষ হওয়ার পর মনে পড়ল যে, সে নাকে পানি পৌঁছায়নি। এ অবস্থায় কি সে পুনরায় শুরু থেকে গোসল করবে না শুধু নাকে পানি দেওয়াই যথেষ্ট হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধু নাকে পানি দেওয়াই যথেষ্ট। পুনরায় গোসল করতে হবে না।
-মুসান্নাফে ইবনে আবি শায়বা ১/৩৭৪; ইলাউস সুনান ১/২১৬; শরহুল মুনয়া পৃ. ৫০; ফাতাওয়া হিন্দিয়া ১/৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা
নারীদের গোসল ফরজ হওয়ার কারণ
কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয়
ফরজ গোসলের বিকল্প
কয় কারণে গোসল ফরজ হয়
মেয়েদের কখন গোসল ফরজ হয়
মযী বের হলে কি গোসল ফরজ হয়
গোসল ফরজ হওয়ার কারণ আল কাউসার