প্রশ্ন
এক ব্যক্তি অসুস্থতার কারণে চোখে ড্রপ ব্যবহার করে এ সময় ওষুধের তিক্ততা গলায় অনুভব করে। প্রশ্ন হল, রোযা অবস্থায় এ ধরনের ড্রপ ব্যবহার করলে রোযা ভেঙ্গে যাবে কি? দয়া করে জানাবেন।
উত্তর
রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করার কারণে গলায় ওষুধের তিক্ততা অনুভূত হলেও রোযা নষ্ট হয় না। সুতরাং রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে কোন অসুবিধা নেই।
(দেখুন : ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৯; রদ্দুল মুহতার ২/৩৯৫; বাদায়েউস সানায়ে ২/২৪৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
লটিনল টি চোখের ড্রপ
চোখের ড্রপ এর নাম
মক্সিফ্লক্সাসিন চোখের ড্রপ
জীবাণুমুক্ত চোখের ড্রপ
ক্লোরামফেনিকল চোখের ড্রপ
বাচ্চাদের চোখের ড্রপ নাম
ফ্রেশফিল চোখের ড্রপ