প্রশ্ন
এক ব্যক্তি নফল রোযা রেখেছিল। পরে রোযার কথা ভুলে গিয়ে খানা খেয়ে ফেলেছিল। স্মরণ হওয়ার পর আর খায়নি। তার এ রোযা কি হবে? একজন বলছে, ফরয রোযায় ভুলে খেলে রোযা নষ্ট হয় না। কিন্তু নফল রোযায় ভুলে খেয়ে নিলে রোযা হয় না। এ কথা কি সহীহ?
উত্তর
রোযা নফল হোক বা ফরয ভুলে খেয়ে নিলে রোযা ভাঙ্গে না। নফল রোযায় ভুলে খেলে রোযা ভেঙ্গেযায় প্রশ্নের এ কথা ঠিক নয়। তাই ঐ ব্যক্তির রোযাটি সহীহ হয়েছে।
-মাবসূত, সারাখসী ৩/৬৫; আদ্দুররুল মুখতার ২/৩৯৪, ৪০০
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
নফল রোজা ভঙ্গের কারণ
ভুলে কিছু খেলে নফল রোজা ভাঙ্গে
ভুলে পানি খেলে নফল রোজা ভাঙ্গে
কি কি কারণে রোজা ভেঙে যায়
ভুলে কিছু খেলে রোজা ভাঙ্গে
নফল রোজার নিয়ত কখন করতে হয়
সাপ্তাহিক নফল রোজা
নফল রোজা সেহরি না খেলে