প্রশ্ন
এক ব্যক্তি নামাযে দ্বিতীয় রাকাতে ফাতেহা না পড়ে ভুলে সূরার ৩-৪ আয়াত পড়ে ফেলেছে। এ সময় তার স্মরণ হয়েছে যে, ফাতেহা পড়া হয়নি। এখন তার কী করণীয়? এ ভুলের জন্য কি সিজদায়ে সাহু দিতে হবে?
উত্তর
এক্ষেত্রে স্মরণ হওয়ামাত্র সে সূরা ফাতেহা পড়বে। তারপর সূরা মিলাবে এবং এ ভুলের জন্য সিজদায়ে সাহু করবে।
আলমুহীতুল বুরহানী ২/৩০৯; ফাতহুল কাদীর ১/৪৩৮; আলবাহরুর রায়েক ১/২৯৬; আসসিআয়াহ ২/১৩০; ফাতাওয়া খানিয়া ১/১২১; শরহুল মুনইয়াহ পৃ. ৪৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/৭১
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতিহা পড়ার হুকুম কি
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা মিলানো
৪ ফরজ নামাজের শেষের ২ রাকাতে সুরা মিলালে তার হুকুম কি
ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ার নিয়ম
সূরা ফাতিহা পড়া না পড়ার দলিল
হানাফী মাযহাব মতে ফরজ সালাতের প্রথম দু রাকায়াতে সূরা ফাতিহা পাঠ করা কি
ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেললে হুকুম
দুই তিন ও চার রাকাত বিশিষ্ট সালাতের ধারাবাহিক নিয়ম