প্রশ্ন
এক ব্যক্তি মসজিদে ২ কাতার ফাকা রেখে ইমামের ইক্তেদা করেছে তার নামাজ হয়েছে কি?
উত্তর
হ্যাঁ। তার নামাজ হয়ে গেছে। তবে মাকরুহ হয়েছে। উল্লেখ্য এক্ষেত্রে মাঝে কোন মহিলা থাকলে নামাজ হবেনা।
সুত্রঃ বাদায়ে-১/৩৬২, শামি-২/৩৩১-৩২, আলমগিরি-১/৮৭, বাহর-১/৬৩৫, রহিমিয়া-৪/২০৫।
সুত্রঃ বাদায়ে-১/৩৬২, শামি-২/৩৩১-৩২, আলমগিরি-১/৮৭, বাহর-১/৬৩৫, রহিমিয়া-৪/২০৫।
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
ইমাম ও মুক্তাদির মধ্যে পার্থক্য
কোন ইমামের পিছনে নামাজ হবে না
ইমামের পিছনে দাঁড়ানোর নিয়ম
ইমাম মেহরাবের কোথায় দাঁড়াবে
ইমামের প্রতি মুসল্লিদের দায়িত্ব
ইমামের আগে মুক্তাদি দাড়ানো
ইমামতির জন্য বয়স
ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি কে?