প্রশ্ন
এক ব্যক্তি রমযান মাসের শেষ দশকে ইতিকাফের নিয়ত করেছেন। তবে অনিবার্য কারণবশত তিনি ইতিকাফ করতে পারেননি। এখন নিয়ত ভঙ্গ হওয়ার ফলে তার করণীয় কী?
উত্তর
প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তি যেহেতু ইতিকাফের শুধু নিয়ত করেছে, মান্নত করেনি তাই এ কারণে তার উপর ইতিকাফ করা ওয়াজিব হয়নি। তাই ইতিকাফ না করার কারণে তার উপর কিছুই ওয়াজিব হয়নি।
-রদ্দুল মুহতার ২/৪৪১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪২; ফাতাওয়া খানিয়া ১/২২১; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী ৩৮২
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
ইতিকাফের সময়সীমা
ইতিকাফের ফজিলত
ইতিকাফের দোয়া
নফল ইতিকাফের নিয়ম
ইতিকাফে কখন বসতে হয়
ইতিকাফ অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কিনা
ইতিকাফ কখন থেকে শুরু
ইতিকাফের শর্ত