প্রশ্ন
আমি একদিন মাগরীবের নামাযের সময় হয়েছে ভেবে আযান দিয়ে দেই। তখন বুঝতে পারি নি। আযানের পর বুঝতে পারলাম যে, ওয়াক্তের আগে আযান হয়েছে৷ কিন্তু দ্বিতীয়বার আর আযান দেয়া হয়নি ৷ এরপর আমরা মাগরীবের ওয়াক্তের মধ্যে ঐ আযান দ্বারা নামায আদায় করি। আমাদের নামায সহীহ হয়েছে কি না?
উত্তর
ওয়াক্তের পূর্বে আযান দিলে আযান সহীহ হয় না। অতএব প্রশ্নের বর্নিত সুরতে আপনার আযান হয়নি। মাগরীবের ওয়াক্ত হওয়ার পর আবার আযান দেওয়া
উচিত ছিল। আযান না দেওয়ার কারণে মাকরূহ হয়েছে। তবে ওয়াক্ত আসার পর আযান ছাড়া নামায পড়লে নামায আদায় হয়ে যায়৷ অতএব আপনাদের ঐ নামায আদায় হয়ে গেছে।
– মাবসূত সারাখসী ১/১৩৫; বাদায়েউস সানায়ে ১/৩৮১; আলবাহরুর রায়েক ১/২৫৫; আদ্দুররুল মুখতার ১/৩৮৫৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উচিত ছিল। আযান না দেওয়ার কারণে মাকরূহ হয়েছে। তবে ওয়াক্ত আসার পর আযান ছাড়া নামায পড়লে নামায আদায় হয়ে যায়৷ অতএব আপনাদের ঐ নামায আদায় হয়ে গেছে।
– মাবসূত সারাখসী ১/১৩৫; বাদায়েউস সানায়ে ১/৩৮১; আলবাহরুর রায়েক ১/২৫৫; আদ্দুররুল মুখতার ১/৩৮৫৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
আযান দেওয়া কি ফরজ
জামায়াতে নামাজ পড়ার প্রথা কত হিজরীতে চালু হয়
আযান ভুল হলে করণীয়
আযান ও ইকামতের মধ্যবর্তী সময় কোনটি
ইকামতের সময় কিভাবে দোয়া করতে হয়
কত বছর বয়সে আযান দিতে পারবে
আজান ছাড়া কি জামাত হবে
আযান ছাড়া নামাজ