Home » কওমী মাদরাসা সম্পর্কিত » কওমী মাদরাসার কিছু সমস্যা: উত্তরণের পথ

কওমী মাদরাসার কিছু সমস্যা: উত্তরণের পথ

  • 3000+ Premium WORDPRESS Themes and Plugins
  • Download PHP Scripts, Mobile App Source Code
  • কওমী মাদরাসার সমস্যা নানামুখী৷ সবগুলো মাদরাসা মিলে একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান৷ এই সেবা শিক্ষার৷ দীনি সেবার৷ পৃথিবীর সবচে ভালো এনজিও কওমী মাদরাসা৷

    কওমী মাদরাসার শত বর্ষের আগের সাথে মিলালে চলবে না৷ আজকের সমস্যা দেখতে হবে৷ কওমী মাদরাসায় কোনো রাজনৈতিক দলের কর্মকান্ড নেই কিন্তু রাজনৈতিক লোকগুলো কওমী মাদরাসাগুলো পরিচালনা করে৷ উস্তাযগণ নিজের সুবিধার জন্য সেই রাজনৈতিক লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়৷ যে যখন ক্ষমতায় সে তখন মাদরাসার নিয়ন্ত্রক৷

    শুধু কওমী মাদরাসা নয়, ওয়াজ মাহফিলেরও একই অবস্থা৷ সাধারণ মানুষ এখন ওয়াজের আয়োজক এবং চান্দার জন্য রাস্তায় গাড়ি আটকায়৷

    দীনি মেজাজে মাদরাসা চলতো আগে। কিন্তু এখন কঠিন হয়ে যাচ্ছে দিন দিন৷ এই সমস্যা একদিনে তৈয়ার হয়নি৷ সমস্যা সহসায় হবে বলে মনে হয় না৷ কমিটিকে ইলমে দীন ও আহলে ইলমের মর্যদা সম্পর্কে ধারণা দিতে হবে৷ মাদরাসায় যে রাজনীতির জায়গা নয় তাও জানাতে হবে৷

    দীনি মেজাজ তৈয়ার না করতে পারলে এই সমস্যা থেকে উত্তরণ কঠিন৷ ওদিকে মাদরাসার শিক্ষকদের আদর্শ শিক্ষকের গুণাবলী অর্জন করতে হবে৷ ফারেগ হয়েই শিক্ষক হলে সমস্যা সৃষ্টি হয়৷ তারবিয়াহ’র চরম অভাব৷

    পুরো শিক্ষক সমাজ একটি পরিবার৷ কিন্তু এখন এক পরিবার নেই৷ রাজনৈতিক দলের মতো দলান্ধতা৷ দলাদলি৷ গ্রুপিং৷ মর্যদার লড়াই৷ লড়াই লড়াই খেলতে খেলতে মাদরাসার ভাঙ্গন৷

    এইসব সমস্যার অন্যতম মাদরাসার কোনো নীতিমালা বা মানানসই গঠনতন্ত্র নেই৷ গঠনতন্ত্র থাকলেও তাতে কার কী দায়িত্ব তার বিবরণ নেই৷

    বিবরণ থাকলেও একপেশে৷ কমিটি বনাম শিক্ষকের লড়াইয়ে ক্ষতি হয় মাদরাসার৷ কমিটি বনাম কমিটির লড়াইয়ে ক্ষতি হয় মাদরাসার৷ শিক্ষক বনাম শিক্ষকের লড়াইয়ে ক্ষতি হয় মাদরাসা৷ মাদরাসার সম্পদের আমানতদারি না থাকলে নাজিল হয় গজব৷ এই জামানায় আমানতদারিরও সংকট৷

    কুধারণা, ভুল ধারনা, ভুল তথ্য প্রচার মাদরাসার অবক্ষয়ের আরেক কারণ৷
    ইতাআতের সমস্যা৷ সমস্যা স্বৈরাচারীরও৷ স্বেচ্ছাচারিতারও।

    মাদরাসার বিষয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনায় শাসকের যে গুণাবলী সেইসব গুণের সমাহার থাকতে হয় পরিচালনা পরিষদের৷ মাদরাসার মুহতামিমকে হতে হয় আহলে ইলম, আহলে রায় এবং তাকওয়ালা৷ কিন্তু কালেকশন করতে পারা এখন হয়েছে কওমী মাদরাসার মুহতামিমের প্রধান গুণ৷

    শিক্ষার মান বাড়াতে কওমী মাদরাসার সিলেবাসে বিন্যাস করতে হবে৷ সংস্কার করতে হবে৷ সাধারণ শিক্ষার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ঘটাতে হবে৷

    অন্যথায় সচেতন অভিভাবকগণ সন্তানকে নিয়ে বিপাকে পড়বে৷ সাধারণ শিক্ষায় চলে যাবে মেধাবীরা৷ বাকি কিছু মেধাহীনরা থাকবে মাদরাসায়৷

    মাদরাসায় মেধা বিকাশে বহুমুখী উদ্যোগ নিতে হবে৷ মেধাবীদেরকে পরিচর্যা করে দেশের সম্পদ হিসেবে গড়তে হবে৷ দীনের সম্পদ হিসেবে তৈয়ার করতে হবে৷ মেধা একটি নিয়ামত৷ এই নিয়ামতের অবহেলা করা যাবে না৷

    কওমী মাদরাসার আর্থিক সমস্যা একটি জটিল সমস্যা৷ অর্থ বণ্টন পদ্ধতিও অগোছালো৷ এটি সুষম করতে হবে৷ ইনসাফপূর্ণ করতে হবে৷ এর জন্য পৃথক নীতিমালা তৈয়ার করতে হবে এবং তা পালন করতে হবে৷ স্থায়ী অর্থের আয়োজন করতে হবে৷ দীনদারদের নেগরানি থাকতে হবে তাতে৷

    কওমীতে আরেকটি সমস্যা যুগের চাহিদা উপলব্ধির ব্যর্থতা৷ যুগের দাবি বোঝতে না পারা৷ সময়ের স্পন্দন উপলব্ধি করতে না পারা৷ যেখানে মাদরাসা শিক্ষাকে সময়ের আগে চলার কথা সেখানে পিছিয়ে থাকে শতবর্ষ৷

    ফেরকাবাজি করে এ সময়ে কোনো লাভ নেই৷ ইহুদী নাসারা চক্রের ষড়যন্ত্র হলো ফেরকাবাজি৷ মাজহাবি লড়াই৷ একটি শিক্ষাব্যবস্থার এই লক্ষ্য হতেই পারে না৷ অনর্থক সময় ও যোগ্যতার অপচয়৷

    নির্মাণমূলক কাজে লক্ষ্য নির্ধারণ করতে হবে৷
    সমস্যা আরও অনেক৷ এক লেখায় তা সম্ভব নয়৷ কওমীপন্থীরা সমস্যা চিহ্নত করতে পারে না এটিও একটি সমস্যা৷ সমালোচনাকে ভয় করে৷ ভয় করে আত্মসমালোচনাও৷ এতে উন্নতি হবে না৷ অবক্ষয়ের শিকার হবে৷

    ওয়াজ মাহফিলে লাখ লাখ মানুষ হলেই কওমীর জাগরণ হয়েছে সে ধারণা যথাযথ নয়৷ সেই মাহফিলগুলো এখন হাটবাজারে রুপান্তর হচ্ছে৷ উৎসব প্রায়৷ বক্তাদের হালত না বলা ভালো৷ কেউ কেউ ভালো এবং নাসেহ৷ দাঈ৷ কারবারি ওয়ায়েজে সয়লাব মাহফিলগুলো৷

    কওমীর সমস্যা সমাধান দেওবন্দের পুরনো দিনের আদর্শে ফিরে যাওয়া৷ দারুল উলুমের আধুনিক সুন্দর বিষয়গুলোর অনুসরণ করা৷

    উত্তরণের আরেক পথ কওমী মাদরাসাগুলোকে খেলাফতে রাশেদার পথে চলতে হবে এবং যুগের চাহিদার যোগান দিতে হবে দীনি মেযাজ লালন করে৷ দীনি পরিবেশে৷

    একুশ শতকে বিশাল সম্ভাবনা কওমী মাদরাসার৷ তবে সময়কে ধারণ করে এগুতে হবে৷

    লাবীব আব্দুল্লাহ
    লেখক, গবেষক, শিক্ষাবিদ

    পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট

    সম্পর্কিত পোস্ট:


    নোটঃ কওমী মাদরাসার কিছু সমস্যা: উত্তরণের পথ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

    মীযান জামাতের সমস্ত কিতাব PDF Download

    নাহবেমীর জামাতের কিতাব PDF Download

    হেদায়াতুন নাহু জামাতের কিতাব PDF Download

    কাফিয়া জামাতের কিতাব PDF Download

    শরহে জামী জামাতের কিতাব PDF Download

    জালালাইন জামাতের কিতাব PDF Download

    মেশকাত জামাতের কিতাব PDF Download

    দাওরায়ে হাদিসের কিতাব সমূহ PDF Download

    মাদানী নেসাবের কিতাবসমূহ PDF Download

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.