প্রশ্ন
করীম সাহেবের ওপর হজ্ব ফরয। অনেক দিন থেকে তিনি খুব অসুস্থ। যার কারণে তিনি নিজে হজ্ব করতে পারছেন না। তাই তিনি আরেক ব্যক্তিকে নিজের পক্ষ থেকে বদলী হজ্ব করার জন্য পাঠান। তিনি ঐ ব্যক্তিকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেন সে ইফরাদ হজ্ব করে। এখন ঐ ব্যক্তির জন্য তামাত্তু হজ্ব করার কি অনুমতি আছে?
উত্তর
না। ঐ ব্যক্তির জন্য হজ্বে প্রেরণকারী ব্যক্তির নির্দেশ অমান্য করে তামাত্তু হজ্ব করার অনুমতি নেই। বরং তাকে ইফরাদ হজ্বই করতে হবে।
-কিতাবুল আসল ২/৫০৬; মাবসূত, সারাখসী ৪/১৫৬; বাদায়েউস সানায়ে ২/৪৫৭; ফাতাওয়া খানিয়া ১/৩১০; আলবাহরুল আমীক ৪/২৩২৯; মানাসিক ৪৪৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
হজ্জ ফরজ হওয়ার শর্ত কয়টি
কত টাকা থাকলে হজ ফরজ হয়
হজের শর্ত ও ওয়াজিব সমূহ
ওমরা করলে কি হজ্জ ফরজ হয়
হজ্জ কার উপর ফরজ
হজ কত হিজরীতে ফরজ হয়
হজ্জ কার উপর ফরজ নয়
হজের ফরজ কয়টি