প্রশ্ন
হুজুর প্রচুর বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ৷ বের হলেই কাপড়ে কাদা লেগে যায় ৷ নামাযে গেলেও কাদা থেকে রেহায় পাওয়া মুশকিল ৷ আপনার নিকট জানার বিষয় হল, কাপড়ে রাস্তার কাদা লাগলে
কাপড় কি নাপাক হয়ে যাবে কি না? কাদাযুক্ত কাপড় পরিধান করে নামায হবে কি না? জানালে উপকৃত হবো৷
কাপড় কি নাপাক হয়ে যাবে কি না? কাদাযুক্ত কাপড় পরিধান করে নামায হবে কি না? জানালে উপকৃত হবো৷
উত্তর
যদি কাদায় নাপাকি দেখা না যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ না পায় তাহলে তা পাক বলে গন্য হবে ৷ এমতাবস্থায় উক্ত কাপড় পরে নামায সহিহ হবে ৷ আর যদি কাদায় নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায় তবে তা নাপাক ৷ তা কাপড়ে লাগলে ঐ জায়গা ধুয়ে নিতে হবে। অন্যথায় নামায হবে না ৷
-আলআশবাহ: ১/১৯৯; ফাতহুল কাদীর: ১/১৮৬; ফাতাওয়া বাযযাযিয়া: ৪/২৩ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-আলআশবাহ: ১/১৯৯; ফাতহুল কাদীর: ১/১৮৬; ফাতাওয়া বাযযাযিয়া: ৪/২৩ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন