প্রশ্ন
কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে যাই। সেখানে দুপুরের খাবার খাচ্ছিলাম। কয়েক লোকমা খেয়েছি মাত্র; ছোট ভাই জানাল, একটু আগে একটি মুরগি এ তরকারিতে মুখ দিয়ে কয়েকটি ছোট মাছ খেয়েছে। একটু খাওয়ার পরই সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কথা শুনে আমি আর সে তরকারি খাইনি। এখন জানার বিষয় হল, সে তরকারি না খাওয়া ঠিক হয়েছে কি না? আর যে মুরগি সর্বত্র ঘুরাফেরা করে তা কোনো তরকারিতে মুখ দিলে তা খাওয়ার হুকুম কী?
উত্তর
যে মুরগি এমন জায়গায় ঘুরাফেরা করে যেখানে নাপাকিতে মুখ দেওয়ার সুযোগ নেই যেমন আবদ্ধ বাসা-বাড়িতে, সেটি কোনো খাবারে মুখ দিলে ঐ খাবার খাওয়া যাবে। তবে যে মুরগি বাইরে ঘুরাফেরা করে এবং নাপাকিতে মুখ দেওয়ার সম্ভাবনা থাকে তার ঠোঁটে বা মুখে বাহ্যত কোনো নাপাকি না থাকলেও সতর্কতামূলক বিধান হল, তার মুখ দেওয়া খাবার খাওয়া মাকরূহ আর যদি ঠোঁটে নাপাকি লেগে থাকতে দেখা যায় তাহলে যাতে মুখ দিবে তা নাপাক হয়ে যাবে। প্রশ্নোক্ত ক্ষেত্রে যে মুরগি মুখ দিয়েছে তা বাইরে ছাড়া মুরগি হলে ঐ তরকারি না খেয়ে আপনি ঠিকই করেছেন।
-মাবসূত, সারাখসী ১/৪৭-৪৮; শরহুল মুনইয়া ১৬৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ১৮-১৯
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সম্পর্কিত পোস্ট:
- শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়। যা পরিধান করলে সাধারণত...
- ব্যাঙের প্রস্রাব পাক না নাপাক?
- দুধের শিশুর বমির হুকুম৷
- নিচের বিষয়গুলোর সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।ক) মৃত ব্যক্তির রূহের...
- আমাদের দেশে অনেক লোককে দেখা যায়, আবা পরিধান করে, যা...
- এক ব্যক্তি শহরে থাকে। গ্রামে তার অনেক জমি রয়েছে। তা...
- শার্ট প্যান্ট পরিধান করা কি হারাম? শার্ট প্যান্ট পড়ে নামাজ...
- কোনো কোনো হোটেলে নাস্তা বা খানা খাওয়ার পর হাত মোছার...
- আমাদের এলাকায় প্রচলন যে, আযান-ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলার...
- মান্যবর মুফতী সাহেব, আমার একটি পাঞ্জাবী টেইলার্সের দোকান আছে। লোকেরা...
- ভাতের মাড় যদি কোনো সুতি কাপড় বা অন্য কোনো কাপড়ে...
- আমি একটি বায়িং হাউজে কোয়ালিটি কন্ট্রোলার পদে কর্মরত। বিভিন্ন গার্মেন্টস...
- মাগরিবের নামায কখন পড়া উত্তম? রমযান মাসে ইফতারের জন্য কিছুটা...
- জুমআর প্রথম আযানের পর আমরা অনেকেই খানাপিনা, গোসল, কাপড় ইস্ত্রি,...
- আমাদের স্কুলের এক স্যারকে বলতে শুনলাম যে, প্লেটের মাঝখান থেকে...
- এক কিতাবে পেয়েছি, গোশত, তরকারি গন্ধ হয়ে গেলে নাকি নাপাক...
- কাপড়ে রাস্তার কাদা লাগলে কাপড় কি নাপাক হয়ে যাবে?
- হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এদের মধ্যে সর্বপ্রথম কাকে...
- বীর্য পাক না নাপাক৷
- ড্রেসিং করা মুরগীর গোস্ত খাওয়া৷
- শিশুকে বোকের দুধ পান করানোর সময়সীমা ৷
- মুসলমানের জন্য টাই পরিধান করা ৷
- কাপাড়ে রাস্তার কাদা লাগলে উক্ত কাপড় পরে নামায পড়া ৷
- কাদিয়ানীদের পণ্য ক্রয় করা সেভেন আপ ইত্যাদি কোমল পানীয় পান করা ৷
- ব্যাঙ, গুইসাপ, কুঁচে বা কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করার হুকুম৷
- প্রানীর ছবিযুক্ত কাপড় পরে নামায পড়া৷
- আমার এক আত্মীয়ের ছোট বাচ্চা আছে, যার বয়স এক বছর...
- হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে নামায আদায় করা৷
- টুপি ছাড়া নামাজ পড়া৷
- পুরুষের জন্য স্বর্ণ বা রুপার আংটি ব্যবহার৷
কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে যাই। সেখানে দুপুরের খাবার খাচ্ছিলাম।… Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।