প্রশ্ন
হুজুর! আমার জানার বিষয় হল, লেমিনেটিং করা কাগজে কুরআনের আয়াত বা সূরা লেখা থাকলে উক্ত লেখায় বা কাগজে বিনা অযুতে স্পর্শ করা জায়েয হবে কি?
উত্তর
না, কাগজ লেমিনেটিং করা হলেও অযু ছাড়া উক্ত কাগজের লিখিত আয়াত বা সূরার উপর সরাসরি হাত লাগানো জায়েয হবে না। তবে কাগজের যে অংশে আয়াত লেখা নেই তা স্পর্শ করা জায়েয হবে। অবশ্য উত্তম হল, কাগজের সাদা অংশও বিনা অযুতে স্পর্শ না করা ৷
-আলবাহরুর রায়েক ১/২০১; আদ্দুররুল মুখতার ১/১৭৩, হাশিয়াতুত তহতাবী আলাদ্দুররিল মুখতার ১/১৫১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-আলবাহরুর রায়েক ১/২০১; আদ্দুররুল মুখতার ১/১৭৩, হাশিয়াতুত তহতাবী আলাদ্দুররিল মুখতার ১/১৫১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন