প্রশ্ন
হযরত আমার জানার বিষয় হল, কুরবানীর পশুতে আকীকার নাম দেয়া যাবে কিনা? যদি দেয়া যায় তাহলে উক্ত গোশতের হুকুম কি?
উত্তর
গরু, মহিষ ও উটের মধ্যে কুরবানী সাথে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী ও আকীকা উভয়টিই সহীহ হবে। দুটির গোশতের হুকুমও একই ৷
-রদ্দুল মুহতার ৬/৩৬২; তাহতাবী আলাদ্দুর ৪/১৬৬৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
-রদ্দুল মুহতার ৬/৩৬২; তাহতাবী আলাদ্দুর ৪/১৬৬৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম
ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম
আকিকার মাসআলা
এক গরুতে একাধিক আকিকা
এক গরুতে সাত আকিকা
গরু দিয়ে আকিকা আল কাউসার
ছাগল দিয়ে আকিকার নিয়ম
গরু দিয়ে আকিকার নিয়ম আহলে হক মিডিয়া