প্রশ্ন
কেউ যদি এইভাবে সালাম দেয়-স্লামু আলাইকুম- তাহলে কী এর উত্তর দিতে হবে? এক ব্যক্তি থেকে শুনেছি, এভাবে সালাম দিলে উত্তর দেওয়া লাগবে না।
উত্তর
এভাবে সালাম দেওয়া ঠিক নয়। শুদ্ধ উচ্চারণে স্পষ্টভাবে সালাম দিতে হবে। তবে কেউ যদি প্রশ্নোক্ত অশুদ্ধ উচ্চারণে সালাম দেয় তবুও সালামের উত্তর দিতে হবে।
হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২০৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৫; রদ্দুল মুহতার ৬/৪১৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সালাম দেওয়া কি ওয়াজিব
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ এর অর্থ
আসসালামু আলাইকুম এর উত্তর
সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব
সালামের উত্তর বাংলা
সালামের উত্তর না দিলে কি হয়
সম্পূর্ণ সালাম
সালাম দেওয়ার নিয়ম