প্রশ্ন
কেউ যদি শাওয়াল মাসে রমযানের কাযা রোযা রাখে এবং এর সাথে শাওয়ালের ছয় রোযার নিয়তও করে তাহলে ফরযের কাযা এবং শাওয়ালের ছয় রোযার সওয়াব পাওয়া যাবে কি?
উত্তর
রমযানের কাযা রোযার সঙ্গে শাওয়ালের ছয় রোযার নিয়ত করলে তা রমযানের কাযা হিসেবেই গণ্য হবে। এতে শাওয়ালের ছয় রোযা আদায় হবে না এবং তার সওয়াবও পাওয়া যাবে না। শাওয়ালের ছয় রোযার জন্যে পৃথকভাবে ছয়টি রোযা রাখতে হবে।
-বাদায়েউস সানায়ে ২/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৭
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
শাওয়াল মাসের রোজা সম্পর্কে হাদিস
শাওয়াল মাসের রোজা ২০২৩
শাওয়াল মাসের রোজার নিয়ত
সাক্ষী রোজার নিয়ত
শাওয়াল মাসের রোজার ফজিলত
শাওয়াল মাসের ৬ রোজা রাখার নিয়ত
ছয় রোজার ফজিলত
কাযা রোজার নিয়ত