প্রশ্ন
কোনো কবর পুরাতন হয়ে গেলে তাতে কি নতুন করে আবার কোনো লাশ দাফন করা যায়? আমাদের একটি পারিবারিক কবরস্থান আছে। যা প্রায় ৬০ বছর পুরোনো। এখন সেটির প্রায় সব জায়গাই কবর দ্বারা ভরে গেছে। নতুন কোনো লাশ দাফন করার মতো অন্য কোনো জায়গাও নেই। এ অবস্থায় আমরা কি কবরস্থানটির পুরাতন কবরগুলোতে নতুন করে আবার কবর দিতে পারব? যদি অনুমতি থাকে তাহলে কখনো কোনো কবরে হাড্ডি পেলে সেগুলো কী করব? জানালে উপকৃত হব।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে যে পুরাতন কবরের লাশ মাটির সাথে মিশে যাওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তা খনন করে সেখানে নতুল লাশ দাফন করা যাবে। কবর খনন করতে গিয়ে হাড় পাওয়া গেলে তা পৃথকভাবে দাফন করে দিবে। কিংবা খননকৃত কবরের একপাশে রেখে দিবে।
-ফাতহুল কাদীর ২/১০২; রদ্দুল মুহতার ২/২৩৩-২৩৪; রমযুল হাকায়েক ১/৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৫
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
পুরাতন কবরের উপর বাড়ি করা যাবে কিনা
কবরের উপর ঘর নির্মাণ আহলে হক মিডিয়া
কবরের উপর কবর দেওয়া কি জায়েজ
কবরের উপর রাস্তা
কবর সংরক্ষণের বিধান
কবরের ছবি তোলা কি জায়েজ
কবরস্থান কি পবিত্র
কবরস্থান পরিষ্কার