প্রশ্ন
কোনো ব্যক্তি রমযানের দিনে সফর করার ইচ্ছা করেছে। রোযা রাখা কষ্টকর হবে ভেবে এবং সফরকালে রোযা না রাখার সুযোগ আছে বলে সে ঐ দিনের রোযার নিয়ত না করে সকাল বেলা পানাহার করে সফরে বের হয়। এভাবে সফর শুরুর পূর্ব থেকে রোযা না রাখা বৈধ হয়েছে কি না? আর এ অবস্থায় তার নাকি শুধু কাযা করা ওয়াজিব হবে?
উত্তর
এভাবে সফর শুরুর আগে থেকেই রোযা না রাখাটা বৈধ হয়নি। এজন্য তাকে ইস্তিগফার করতে হবে। কেননা সফরের কারণে রোযা না রাখার সুযোগ তখন প্রযোজ্য হবে যখন দিনের শুরু অর্থাৎ সুবহে সাদিকের সময়ই মুসাফির থাকে। তবে এ ক্ষেত্রে তার উপর কাফফারা আসবে না। ঐ দিনের জন্য শুধু একটি রোযা কাযা করতে হবে।
আলবাহরুর রায়েক ২/২৯১; আননাহরুল ফায়েক ২/২৭; ফাতহুল কাদীর ২/২৮৮
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
সফর অবস্থায় নফল রোজার বিধান কি
ইচ্ছাকৃত রোজা না রাখলে
ইচ্ছাকৃত রোজা ভঙ্গের কাফফারা
রোজা না রাখার শাস্তি
কোন মহান ব্যক্তি দুনিয়াতে রোজা রেখে জান্নাতে গিয়ে ইফতার করেছেন ?
সফরে রোজার বিধান
রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি
অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে