প্রশ্ন
গতকাল আসরের নামাযে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার সময় ভুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে যায়। এজন্য আমি সাহু সিজদা করেছি। জানার বিষয় হল, ঐ অংশটুকু ছুটে যাওয়ার কারণে আমার উপর কি সাহু সিজদা ওয়াজিব ছিল? যদি ওয়াজিব না হয় তাহলে আমি সাহু সিজদা করার কারণে আমার নামায হয়েছে কি না?
উত্তর
হাঁ, ঐ অংশ ছুটে যাওয়ার কারণে আপনার জিম্মায় সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। তাশাহহুদের সামান্য অংশ ছুটে গেলেও সাহু সিজদা ওয়াজিব হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি সাহু সিজদা দিয়ে ঠিকই করেছেন।
-আলমুহীতুল বুরহানী ২/৩১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; হাশিয়াতুত তহতাবী আলালমারাকী ১৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; ফাতহুল কাদীর ১/৪৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৯; আদ্দুররুল মুখতার ১/৪৬৬
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
আত্তাহিয়াতু পড়ার সময় আঙুল
নামাজে তাশাহুদ পড়ার নিয়ম
নামাজে তাশাহুদ পড়ার সময় আঙুল নাড়ানোর হাদিস
নামাজে তাশাহুদ পড়া কি ওয়াজিব
নামাজে তাশাহুদ পড়ার সময় আঙুলের ইশারা কখন করবেন?
নামাযের শেষ বৈঠকে তাশাহুদ
তাশাহুদ কিভাবে পড়তে হয়
নামাজে আত্তাহিয়াতু পড়ার কারণ ও এর ইতিহাস