প্রশ্ন
গতকাল যোহরের আগের চার রাকাত সুন্নত পড়ছিলাম। সময় ছিল খুবই অল্প। যে কারণে আমি নামাযের মধ্যে মসজিদের সামনের ঘড়িতে সময় দেখি। এরপর বাকি নামায পূর্ণ করি। ঘড়ি দেখার কারণে কি আমার নামাযের কোনো সমস্যা হয়েছে?
উত্তর
নামায অবস্থায় ইচ্ছাকৃত ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরূহ। তাই নামাযের ভেতর আপনার ঘড়ি দেখা ঠিক হয়নি। তবে ঐ নামায আদায় হয়ে গেছে।
-আলবাহরুর রায়েক ২/১৪; হাশিয়াতুত তহতাবী আলা মারাকিল ফালাহ ১৮৭; আননাহরুল ফায়েক ১/২৭৫; আদ্দুররুল মুখতার ১/৬৩৪
উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
যোহরের দুই রাকাত সুন্নত
আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম
জোহরের চার রাকাত সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে
যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম
যোহরের নামাজের নিয়ত
যোহরের নামাজ পড়ার নিয়ম